------কলম সৈনিক-------(কবিতা)

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২০ মে, ২০১৪, ১০:৩৮:৩৫ রাত

------------কলম সৈনিক-----------

কলমের খোঁচায় আমার টাকা,

কলম ছাড়া আছি যেন এই আমি ফাঁকা।

মিথ্যার দুঁয়ারে দুঁয়ারে ঘুঁড়ে বেড়াই,

তার পরেও আরো আকাশে ঘুঁড়ি উড়াই।

এটাই আমার নেঁশার মত পেশা,

মোর কারনে দেশের আজি হলো এই দঁশা।

খুন গুঁম সবি করেছি টাকার লোঁভে,

ভয় পাইনি কখনো মিথ্যার ছোঁয়া ভেবে।

মিথ্যাকে ভেবেছি জয়ের সমতুঁল্য,

ঠিঁক ঠাঁক পেয়েছিলাম কাজের সঠিক মুঁল্য।

ভেবেনি কখনো কি হবে মোর পরে,

কাউকে বলিতে যাইনি ভবিত্‍সতের তরে।

হয়তো একদিন ঠিক বুঝিব আমি,

কেমন আছিলাম আমি সবার কাছে দামি।

থুঁ থুঁ দিয়েছিল সবাই আমার মুঁখে,

থুঁ থুঁ পড়েনি তখন কাঁলো টাকার সূঁখে।

এতদিন শুধু মিথ্যা করেই গেলাম,

তার প্রতিদান আজ আমি একি পেলাম।

নিজের মাথায় কুঁড়াল মারলাম,

আজ থেকে মিথ্যার ছাঁয়াতল ছাড়লাম।

আজি আমি নিজেকে বলতে পারি দামি,

সেটি আমার হৃদয় জানে জানে অন্তরজামি।

আজ থেকে সত্যই হলো মোড় নেঁশা,

জানিনা এখন আবার হবে কি মোর দঁশা।

সত্যকে বাচাঁতে পারবে কি তোরা,

পাঁপে আমাকে করবে গ্রাঁশ হতাশা হয়োনা তোরা।

আমার দেখে শিখে নিও এই শিক্ষা,

জানোই তোরো মিথ্যার শেষ পরিনাম শুধু ভিক্ষা।

গাড়ি নাই বাড়ি নাই কোথায় করি বাস,

লঁজ্জা লুঁকাতে না পেরে গলায় দিলাম ফাঁস।

মিঁথ্যার তঁলে ভাঁসিয়ে দিয়েছি দৈনিক,

এই হলাম মোড়া বাংলাদেশের কলম সৈনিক॥

#সাইদুর

বিষয়: বিবিধ

১৬৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324246
০৩ জুন ২০১৫ রাত ১২:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি একটি কলম যুদ্ধে যাচ্ছি!!!
০৯ জুলাই ২০১৫ রাত ০৯:১৩
271685
shaidur rahman siddik লিখেছেন : কোন ধরনের যুদ্ধ. ?
329400
০৯ জুলাই ২০১৫ রাত ০৯:১৩
shaidur rahman siddik লিখেছেন : কোন ধরনের যুদ্ধ. ??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File